Saturday, 30 July 2016

নতুন কারাগারে গানের সুর – বাংলানিউজ৬৯

নতুন কারাগারে গানের সুর – বাংলানিউজ৬৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওরা গ্রামের মো. বাবুল মিয়া (৩২) মাদক মামলায় ৪৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন গতকাল শনিবার সকালে। কেরানীগঞ্জের নতুন কারাগার থেকে মুক্তি পাওয়া প্রথম বন্দি এই বাবুল মিয়া। কারাগার থেকে বেরিয়ে আসার পর বাবুল জানান, পুরনো কারাগারের চেয়ে এখানকার পরিবেশ বেশ ভালো। থাকার জায়গাটা বড়। আলো-বাতাসও প্রচুর। বাবুল মিয়া জানান, গত শুক্রবার দুপুরে সবজি দিয়ে ভাত খেয়ে বিকেলে পুরনো কারাগার থেকে নতুন কারাগারে এসেছিলেন। 

No comments:

Post a Comment