‘বন্যায় আমরা হাবু-ডুবু খাইতাছি, আমাগোরে দ্যাহুনের কেউ নাই’ – বাংলানিউজ৬৯
‘বন্যায় আমরা হাবু-ডুবু খাইতাছি। আমাগোরে দ্যাহুনের কেউ নাই। নির্বাচনের সময় হ্যাগোরে কারো কাছে আমাগোরে আর জায়ুন লাগেনাই। মোটা-মোটা, বড়-বড় গাড়ি থিয়া আমাগোরে কাছে আইসে ভোটের নিগা। কইছে আপনেগোরে রাস্তা-ঘাটসহ যেকোনো সমস্যায় আমি পাশে থাকমু। হ্যাগোরে কথামতো ভোট দিয়া এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যান ব্যাহেকেই বানাইছি।
No comments:
Post a Comment