মোস্তাফিজের বিষাক্ত কাটারে ‘খুন’ এসেক্স ঈগলস – বাংলানিউজ৬৯
এসেক্স ঈগলস প্রথম ধাক্কাটা খেয়েছিল মোস্তাফিজের প্রথম ওভারে। শত চেষ্টা করেও ৪ রানের বেশি তুলতে পারেনি দলটি। এদিকে জয় পেতে হলে দরকার ওভার প্রতি ১০ রান। ফলে আগ্রাসী মনোভাবে খেলতে গিয়েছিল মোস্তাফিজকে। আর এই সুযোগের অপেক্ষায় ছিল কাটার শিকারী।
No comments:
Post a Comment