Thursday, 21 July 2016

গেমস ভিলেজে থাকবেন না নেইমাররা – বাংলানিউজ৬৯

গেমস ভিলেজে থাকবেন না নেইমাররা – বাংলানিউজ৬৯

মাহফিজুর-মেসবাহরা সকালে ব্রেকফাস্ট করতে এসে দেখলেন পাশের টেবিলেই খাওয়া-দাওয়া করছেন নেইমার-রাফিনহারা। বিশ্ব ক্রীড়াঙ্গনের মিলনমেলা অলিম্পিকে সবাই গেমস ভিলেজেই থাকেন, তাই এই দৃশ্য বাস্তবে দেখাটা বিচিত্র নয়। কিন্তু এমনটা হচ্ছে না। স্বাগতিক ব্রাজিলের অলিম্পিক দল থাকবে না গেমস ভিলেজে। নেইমারদের থাকার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে গেমস ভিলেজ থেকে বেশ দূরের একটি এলাকায়। বলা হচ্ছে গুপ্তচরদের চোখ থেকে দলকে আড়াল করতেই এ ব্যবস্থা!

No comments:

Post a Comment