Wednesday, 20 July 2016

মৃত্যুর পর স্ত্রীর সঙ্গ পাওয়ার আশায় – বাংলানিউজ৬৯

মৃত্যুর পর স্ত্রীর সঙ্গ পাওয়ার আশায় – বাংলানিউজ৬৯

বদন আনসারি। বয়স একশো ছুঁই ছুঁই। নিজের কবরের ফলক নিজেই তৈরি করিয়ে রেখেছেন। শুধু তাই নয়, প্রস্তুত করে রেখেছেন নিজের কবরের জায়গাও। এখন অপেক্ষা শুধু মৃত্যুর। তারপর তাকে যেন শুইয়ে দেওয়া হয় প্রয়াত স্ত্রী অকলি বিবির কবরের পাশে।

No comments:

Post a Comment