গোপনেই গাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে অ্যাপল, কেমন হবে গাড়িটি? – বাংলানিউজ৬৯
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক কম্পিউটার বিশ্বখ্যাত। কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই গাড়ি বানানোর জন্য গোপনে গবেষণা চালাচ্ছে বলে জানা গেছে। তবে অ্যাপল কখনোই পণ্যটি বাজারে না আসা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করে না। আর এ কারণে প্রতিষ্ঠানটির অন্য সব প্রকল্পের মতো এ প্রকল্পটির কাজও চলছে অত্যন্ত গোপনে। ফলে অ্যাপল ভক্তদের এ বিষয়ে আগ্রহ থাকলেও তা নিরসনের জন্য বিভিন্ন সূত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
No comments:
Post a Comment