৩৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের প্রস্তুতি(প্রথম পর্ব) – বাংলানিউজ৬৯
যদি আপনার মাথায় পিস্তল ঠেকিয়ে বলি, “পারলে ট্রিগার প্রেস করার আগেই দৌড়ে পালান!” তখন আপনি কী করবেন? নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবেন না, যদিও আপনি খুব ভাল করেই জানেন, ওই সময়টাতে দৌড় দিলেও গুলির হাত থেকে বাঁচার সম্ভাবনা মাত্র ১%! আপনি আপনার সবটুকু দিয়ে বাঁচার শেষ চেষ্টাটা করে দেখবেন এই আশায়, যদি গুলি লক্ষ্যভ্রষ্ট হয় আর আপনি কোনো এক মিরাকলে বেঁচে যান! মানুষ এভাবেই বাঁচে—মাত্র ১% বেঁচে থাকার চান্সে ১০০% এফর্ট দিয়ে! একেবারে ছেড়ে দেয়ার চাইতে মিরাকলে বিশ্বাস করে লেগে থাকা ভাল।
No comments:
Post a Comment