সন্ধ্যা নামতেই গুলশানজুড়ে নেমে আসে নীরবতা! – বাংলানিউজ৬৯
হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলা বদলে দিয়েছে গুলশানের চেনা চিত্র। গত ১লা জুলাইয়ের জঙ্গি হামলার আগের ব্যস্ততা ফেরেনি গত ২২ দিনেও। দিনের গুলশানের রাস্তাঘাট এখনও ভিড় কম। সন্ধ্যা নামতেই গুলশানজুড়ে নেমে আসে সুনসান নীরবতা। হোটেল, রেস্তেরা, বার, বিপণি বিতানগুলোতে ক্রেতাসমাগম কমে গেছে কয়েকগুণ।
No comments:
Post a Comment